Mask : করোনার সতর্ক রয়েছে রাজ্য, নিয়মিত মাস্ক পরার অনুরোধ, টিকাকরণ বাড়াতে নির্দেশ মমতার

কলকাতা, ১১ মে (হি.স.): নবান্ন থেকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, আমরা মোটামুটি করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। আপাতত করোনা নিয়ন্ত্রণে আছে। তবে সকলকে মাস্ক পরতে অনুরোধ করব। এখনও ভয় পাওয়ার কোনও কারণ নেই হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের পরিষেবা রয়েছে। তাই চিন্তা করার কিছু নেই।

এ ছাড়া রাজ্যে করোনার টিকাকরণের বিষয়টি নিয়েও এ দিন বিস্তারিত মত প্রকাশ করেন মমতা। তিনি বলেন, এখনও কয়েকটি জেলায় টিককারণের পরিমাণ কম রয়েছে। সেই নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ ও হাওড়া জেলায় প্রথম ডোজের পরিমাণ কেন কম, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া টিকার দ্বিতীয় ডোজ মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম জেলায় অত্যাধিক কম, সেই কারণে ক্ষোভ প্রকাশ করেন মমতা। জেলাগুলিতে যাতে টিকাকরণের ডোজ যথেষ্ট পরিমাণে হয়, সে বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন।

করোনা সংক্রমণের পরিমাণ দেশের কয়েকটি প্রান্তে সামান্য বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে উদ্বেগের বিষয় নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারও। তবে সংক্রমণ কমে যাওয়া, একাধিক পর্যায়ে করোনা সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকক্ষেত্রেই মাস্ক পরার প্রবণতা অনেকটা কমে গিয়েছে। সেই দিকেই নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *