Covid Positive: কোভিডে আক্রান্ত বিল গেটস, মাইক্রোসফ্টের কর্ণধারের শরীরে রয়েছে মৃদু উপসর্গ

ওয়াশিংটন, ১১ মে (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাইক্রোসফ্টের কর্ণধার বিল গেটস। বুধবার বিল গেটস নিজেই টুইট করে জানিয়েছে, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত আপাতত আইসোলেশনে থাকছেন তিনি। বিল গেটস টুইট করে জানিয়েছেন, “আমি কোভিডে সংক্রমিত হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছি। যতক্ষণ না পর্যন্ত আমি সুস্থ হচ্ছি, ততক্ষণ আইসোলেশনে থাকব।”

মাইক্রোসফ্টের কর্ণধার বিল গেটস টুইটে আরও লিখেছেন, “আমি সৌভাগ্যবান যে আমি টিকা নিয়েছি এবং পরীক্ষা এবং মহান চিকিৎসা সেবার সুযোগ পেয়েছি।” বিশ্ব থেকে করোনার প্রকোপ কোনও ভাবেই কাটছে না, সতর্কতা নিয়েও রোজই আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। যদিও, অধিকাংশ মানুষেরই মৃদু উপসর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *