নয়াদিল্লি, ১০ মে (হি.স.): ভারতকে আন্তর্জাতিক ড্রোন হাবের নেতৃত্বে পরিণত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্কল্প। বললেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিন্ধিয়া বলেছেন, ” ২০৩০ সালের মধ্যে ভারতকে আন্তর্জাতিক ড্রোন হাবের নেতৃত্বে পরিণত করা প্রধানমন্ত্রীর সঙ্কল্প। এ ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে আমাদের। আমাদের মন্ত্রক নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের সঙ্গে কাজ করছে।”
মঙ্গলবার ড্রোন ভিত্তিক নীতি আয়োগের এক্সপেরিয়েন্স স্টুডিও লঞ্চ করার সময় উদ্যমী ড্রোন কমিউনিটির সঙ্গে দেখা করেছেন সিন্ধিয়া। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা ৩টি চাকার ভিত্তিতে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমত, নীতি-আমরা দ্রুত নীতিগুলি বাস্তবায়ন করছি৷ দ্বিতীয়ত, উদ্দীপনা তৈরি করা-আমরা পিএলআই স্কিম বাস্তবায়ন করেছি, যা উৎপাদন ও পরিষেবাগুলিকে বাড়িয়ে তুলবে। তৃতীয়ত, চাহিদা তৈরি করা-চাহিদা তৈরির চেষ্টা করেছে ১২টি মন্ত্রক।

