Attack : রাতের অন্ধকারে আগরতলায় এক বাড়িতে দুষ্কৃতিকারীদের বোমা নিক্ষেপ, আতঙ্ক

আগরতলা, ১০ মে : রাজধানী আগরতলা শহর সংলগ্ন বড়জলা মহান মার্কেট এলাকায় অপূর্ব দাসের বাড়িতে সোমবার গভীর রাতে দুস্কৃতিকারীরা পরপর চারটি বোমা নিক্ষেপ করেছে। ঘটনা রাত আনুমানিক ২ টা নাগাদ। বোমা নিক্ষেপের কারণে তীব্র আওয়াজে এলাকার জনগণের ঘুম ভেঙ্গে যায়। অপূর্ব দাসের পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠে ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি।

ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানিয়েছেন, ইতিপূর্বেও তাদের বাড়িতে এ-ধরনের বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই সময় তাদের বাড়িতে সিসি ক্যামেরা ছিল না। বোমা নিক্ষেপের ঘটনার পর তাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গতকাল গভীর রাতে বোমা নিক্ষেপের ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবে পুলিশ বলে জানান বাড়ির মালিক অপূর্ব দাস। তবে অভিযুক্তদের নামধাম জানাতে অস্বীকার করেছেন তিনি।

গভীর রাতে বোমার বিকট আওয়াজে এলাকার মানুষ জনের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। বোমা নিক্ষেপের ঘটনার পরপরই অপূর্ব দাসের পরিবারের তরফ থেকে বিষয়টি ফোনে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাতেই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই।

পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে পরিকল্পিতভাবেই এ ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। শহরতলীর বড়জলা এলাকায় দুষ্কৃতিকারীদের এধরনের হিংসাত্মক কার্যকলাপের কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ জন। এলাকায় রাত্রিকালীন পুলিশী টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *