BRAKING NEWS

Canceled : বৃষ্টির কারণে লাউস থেকে আগত বিনিয়োগকারীদের কদমতলা সফর বাতিল

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ মে৷৷ লাউস থেকে আগর শিল্পে বিনিয়োগের জন্য উত্তর ত্রিপুরা জেলায় প্রতিনিধি দল আসার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আপাতত বাতিল হয়েছে৷ যদিও মান রাখতে মঙ্গলবার কদমতলা ব্লক এলাকার ত্রিপুরা-অসম সীমান্তের ফুলবাড়ী গ্রামপঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা তথা অল ত্রিপুরা আগর এ্যাসোসিয়েশনের সম্পাদক আনফর আলির বাড়িতে এক বৈঠকের আয়োজন করা হয়৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাইকা প্রজেক্টের কর্ডিনেটর রাজেশ সাহা, এন সি ই মার্কেট প্রমোশন অফিসার আনন্দ ভট্টাচার্য, জেলা বনআধিকারিক এইচ ভিগনেশ, মহকুমা বনআধিকারিক অক্ষয় ডি বর্দি সহ অল ত্রিপুরা আগর এসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্র নাথ ও সম্পাদক আনফর আলি৷ উল্লেখ্য ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার আগর শিল্পকে বৈধতা দিয়ে ত্রিপুরার বুকে শিল্প স্থাপন করে এক নজির স্থাপন করেছে৷ পূর্বেও আগরতলায় আগর শিল্পকে নিয়ে প্রদর্শনী স্টল বসানো হয়েছিল৷

লাউস থেকে একটি প্রতিনিধি দল ত্রিপুরায় এসে একশো কোটি টাকার আগর চিপস ও ওয়েলে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে৷ তবে তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের উদ্যোগেই৷

এদিকে বিদেশ থেকে আগর ব্যবসায় বিনিয়োগের খবর পেয়ে একরাশ আশা বুকে নিয়ে উত্তর ত্রিপুরা জেলার কদমতলার সানীয় আগর ব্যবসায়ীরা দেখে করতে চান ঐ প্রতিনিধি দলটির সাথে৷ কিন্তু বৃষ্টির কারনেই ঐ প্রতিনিধি দল ফেরত যেতে হল৷ কিন্তু দাবি উঠছে ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা এলাকায় আগর হাট তৈরীর৷ তবে যেহেতু রাজ্যের রাজধানী আগরতলা, আর তাতে যাতায়াতের সুবন্দোবস্ত সেখানেই রয়েছে৷ সেক্ষেত্রে আগরতলাতেই আন্তর্জাতিক আগর হাট স্থাপনের জোরালো দাবি উঠছে৷ নয়তো, এদিনের মতো রাজধানী ছেড়ে সুদূর ত্রিপুরা অসম সীমান্তে আসার পূর্বেই আগর ব্যবসায়ীদের স্বপ্ণ স্বপ্ণই না থেকে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *