লখনউ, ৯ মে (হি.স.): দু’দিনের সফরে উত্তর প্রদেশের আমেঠিতে এসেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি আমেঠির সাংসদ। সোমবার সকালে লখনউতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। দু’জনের মধ্যে বেশি কিছু বিষয়ে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্মৃতি ইরানি টুইট করে জানিয়েছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর লখনউয়ের সরকারি বাসভবনে দেখা করেছি। আমেঠি লোকসভা কেন্দ্রের উন্নয়ন ও জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে।

