আগুনে পুড়ে ছাই ৬টি বসতঘর, সহায়তার আশ্বাস বিধায়ক ও পুর মেয়রের

আগরতলা, ৯ মে (হি. স.) : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল ৬টি বসতঘর। পশ্চিম ত্রিপুরা জেলায় সদর মহকুমায় রামনগর গাঙ্গাইল রোড কল্যাণ ক্লাব সংলগ্ন এলাকায় রবিবার রাতে ওই অগ্নিকান্ডে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আজ সকালে স্থানীয় বিধায়ক এবং পুর নিগমের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। স্বামী-স্ত্রীর ঝগড়ার পরিণতি স্বরূপ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, এমনটাই অভিযোগ উঠেছে।

রামনগর গাঙ্গাইল এলাকার বাসিন্দা অনুপম ভট্টাচার্যের বাড়িতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অনুপম ভট্টাচার্যসহ তাঁর বাড়িতে থাকা ভাড়াটিয়ার ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। ৬টি ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন এলেও কোনো কিছু বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর,  ভাড়াটিয়া দম্পতির ঝগড়াঝাঁটিকে কেন্দ্র করেই এই আগুনের সূত্রপাত। স্বামীর সাথে ঝগড়া করে তাঁর স্ত্রী ঘরে ঢুকে দরজায় খিল দেন এবং স্টোভ জ্বালান। সেই স্টোভ ফেটেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই আগুন পাশের ঘড়েও ছড়িয়ে পড়েছে। ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে  যান এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ওই এলাকার কাউন্সিলর দিবাস দাস। তারা সম্পূর্ন বাড়িটি ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন নেতৃত্বরা। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক সহ নেতৃত্বরা।