Cricket : রজতের অপরাজিত সেঞ্চুরি : জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে সদর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে সদর মহকুমা দল। সিনিয়র রাজ্য ক্রিকেটে সদর মহকুমা দ্বিতীয় ম্যাচে আজ, সোমবার ১৭৮ রানের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে তেলিয়ামুড়া বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের পর আজ দ্বিতীয় জয় সদর মহকুমার দলকে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ নকআউটের লক্ষ্যে অনেকটা এগিয়ে দিয়েছে।

আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সদর মহকুমা দল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫১ রানের বিশাল স্কোর গড়ে নেয়। দলের পক্ষে রজত দে-র অপরাজিত শতরান এবং কৌশল আচার্যের ৭৫ রান বেশ উল্লেখযোগ্য‌। রজত ৯৪টি বল খেলে তিনটি বাউন্ডারি এবং নটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১১৭ রান সংগ্রহ করার মধ্য দিয়ে দলকে পাহাড় প্রমাণ রান গড়তে সাহায্য করে এবং ম্যান অব দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়।

কৌশল ৫১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রান পায়। বিলোনিয়ার তাপস চৌধুরী দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া মহকুমা ৩৭.৪ ওভার খেলে ১৭৩ রানে ইনিংস গুটিয়ে নেয়।দলের পক্ষে নীলাদ্রি ভৌমিকের ৪৯ রান সর্বাধিক ছিল। বোলিংয়ে সদরের তথাগত চক্রবর্তী ও বিল্লাল মিয়া তিনটি করে এবং অর্জুন দেবনাথ দুটি উইকেট পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *