মুম্বই, ৯ মে (হি. স.) : শেয়ার বাজারে ফের ধস। সোমবার সপ্তাহের প্রথম দিনেই সূচক এক ধাক্কায় ৭০০ পয়েন্টের ওপরে পড়ে যায়। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ৫০ পয়েন্ট পড়ে যায়।
সকালে মুম্বই শেয়ার বাজারের সূচক দাঁড়িয়ে রয়েছে ৫৪,৪৪২.৩৬ পয়েন্টে। পতন হয়েছে ৭৩৬.০৭ পয়েন্ট। আর নিফটির সূচক ২১৮ পয়েন্ট পড়ে দাড়িয়েছে ১৬, ২৯৬.৩০ পয়েন্টে। নিফটি ব্যাঙ্কের শেয়ার ৩৬৫.৫৫ পয়েন্ট ৫০টি সংস্থার শেয়ারের দাম এতটাই কমে গিয়েছে, যা দেখে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাজ। টেক মাহিন্দ্রা, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে। ফোরেক্স রিজার্ভের ক্ষেত্রেও ঘটেছে ভয়াবহ পতন। এক ধাক্কায় ছ শো বিলিয়ন ডলার পড়ে গিয়েছে।

