নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : শ্রীনগর-ভিত্তিক চিনার কর্পসের নতুন কমান্ডার হিসাবে সোমবার দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল অমরদীপ সিং আউজলা। চিনার কর্পস হল সমগ্র কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযানের দেখাশোনা করে।
রাজপুতানা রাইফেলস রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত আউজলা ১৯৮৭ সালের ডিসেম্বরে বাহিনীতে যোগ দেন। আউজলা কাশ্মীর উপত্যকায় তিনটি মেয়াদে অপারেশনাল দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে কাশ্মীরে কোম্পানি কমান্ডার, মর্যাদাপূর্ণ ২৬৮ পদাতিক ব্রিগেড এবং উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৮ পদাতিক ডিভিশন। তিনি উধমপুর-ভিত্তিক উত্তর কমান্ড সদর দফতরে সন্ত্রাসবিরোধী অভিযানের দেখাশোনাকারী মেজর জেনারেল হিসেবেও কাজ করেছেন। আউজলা কমান্ডো উইং, ইনফ্যান্ট্রি স্কুল বেলগাঁওয়ের একজন প্রশিক্ষকও ছিলেন।