Arrested : ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও ‘জঙ্গি’

শিলিগুড়ি, ৯ মে (হি.স.) : স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অভিযানে ভারত-নেপাল সীমান্তের দেবীগঞ্জের ভদ্রপুর থেকে কেএলও জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম ধানকুমার বর্মন। বাড়ি কোচবিহারের বক্সিরহাটে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত জঙ্গি সংগঠনের অত্যন্ত সক্রিয় সদস্য। কেএলও প্রধান জীবন সিংহের নির্দেশে নেপালে গা ঢাকা দিতে যাচ্ছিলেন তিনি। ধৃতকে আজ সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে হয়।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। সেই অভিযানে ধরা পড়ে অবিনাশ রায় নামে একজন। ধৃত ব্যক্তি জঙ্গিদের স্লিপার সেল হিসাবে কাজ করত। শিলিগুড়িতেও জঙ্গি সংগঠনের কাজে এসেছিল সে। এসটিএফ অবিনাশকে জেরা করে ধনকুমার বর্মনের নাম জানতে পারে। তার পর তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়।ধানকুমার বর্মন কলেজে পড়ার সময় আচমকা পড়াশোনা ছেড়ে দেয়। তার পরই জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে তার। এসটিএফের আধিকারিকেরা জানতে পেরেছেন, ধৃত ধনকুমার নাগাল্যান্ডে গোপনে ট্রেনিং নিয়েছে। ট্রেনিং নেওয়ার পর কয়েক মাস আগেই উত্তরবঙ্গে ফেরে। তার পর থেকেই তার গতিবিধির উপর নজর রাখা শুরু করে পুলিশ।