বিধানসভায় খলিস্তানি পতাকা, হিমাচল রাজ্যের সীমান্ত সিল

সিমলা, ৯ মে (হি.স.) : হিমাচলের বিধানসভার গেটে খলিস্তানি পতাকা টাঙানোর ঘটনায় এবার হিমাচল রাজ্যের সীমান্ত সিল করার পাশাপাশি হাই অ্যালার্ট জারি করল হিমাচল সরকার। হিমাচলের রাজ্য সীমান্ত রবিবার রাত থেকে হিমাচল পুলিশ সিল করে দিয়েছে এবং প্রতিটি দর্শনার্থীর জন্য কঠোর চেকিং করা হচ্ছে। হিমাচল পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও সন্দেহ বা আপত্তিজনক উপাদান নিয়ে হিমাচল সীমান্তে ঢুকতে না পারে সেজন্য সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এই ঘটনার পর হিমাচল প্রদেশ পুলিশ একটি এসআইটি গঠন করেছে। পুলিশ রাজ্যে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে যাতে কোনও সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে সনাক্ত করা যায়। এছাড়া হোটেলগুলোতেও নজরদারি করা হচ্ছে।
এদিকে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর খলিস্তানি পতাকা টাঙানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই ঘটনায় নিষিদ্ধ একটি শিখ সংগঠনের হাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিখ ফর জাস্টিস নামে ওই সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে তাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভারত বিরোধী নানা কার্যকলাপের অভিযোগে ২০১৯ সালে তাঁর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দিল্লি।