ফটিকরায়, ৯ মে : সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং নয়জন আহত হয়েছেন। সোমবার সকালে ফটিকরায় রাধানগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, কাঞ্চনবাড়ি মশাউলি এলাকায় একটি বিয়ে বাড়ির কাজ সেরে একটি ডেকোরেটরের গাড়ি ফিরছিল। আজ সকালে ফটিকরায় রাধানগর এলাকায় আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে চালকসহ মোট ৯ জন আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পেশায় শ্রমিক শ্রীদাম দাস(২২)-র ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত নয়জনের চিকিৎসা চলছে কৈলাশহর জেলা হাসপাতালে।
এদিকে, দুর্ঘটনার কবলে পড়ে মালবাহী গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। জানা গেছে গাড়ির চালক সঞ্জীব সিনহা চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন। চাকরি হারানোর পর ডেকোরেটরের ব্যবসা শুরু করেন। এরই মধ্যে আজ কাঞ্চনবাড়ি থেকে আসার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় নিহত শ্রীদাম দাসের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।