Football : ফরোয়ার্ড ক্লাবের নতুন কমিটি গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। গঠিত হলো নতুন কমিটি। আগামী ৩ বছরের জন্য। রাজ্যের ঐতিহ্যবাহী ফরোয়ার্ড ক্লাবের। ২১ সদস্যের কমিটির সভাপতি কৃষ্ণ কমল বনিক, সচিব পার্থ সারথি গুপ্ত এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ব্রজ গোপাল চৌধুরি। ঘরোয়া ফুটবলে ফরোয়ার্ড ক্লাবের অবদান প্রচুর। প্রতিবছরই ওই ক্লাব ভিন রাজ্যের বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারের পাশাপাশি বিদেশী ফুটবলারদের নিয়ে আসেন। গেলো মরশুমে রাখাল শিল্ড নকআউট ফুটবলে সেরার সম্মান পেয়েছিলো ওই ক্লাব। দায়িত্ব নিয়েও ক্লাব সচিব পার্থ সারথি গুপ্ত বলেন,”এবারও ভালো দল গড়া হবে। সেই লক্ষ্যে দলগঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভিনরাজ্যের বেশ কয়েকজন ফুটবলারকে এবারও আমরা দলে নেবো। যাতে রাজ্যের ফুটবলের উন্নতি হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *