BRAKING NEWS

পাটের দাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের আগে ফের হুঙ্কার অর্জুনের

কলকাতা, ৯ মে (হি. স.) : কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকে পাটের দাম নিয়ে সোমবার ত্রিপাক্ষিক বৈঠক । বৈঠকের আগে ফের সরব হলেন অর্জুন সিং। তাঁকে এই বৈঠকে ডাকা উচিত ছিল, ক্ষোভ দেখালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

অর্জুন সিং বলেন, ‘উপর থেকে নির্দেশ আছে বলেই আমায় ডাকা হয়নি। বৈঠকের পর যা বলার বলব’ । সোমবার ত্রিপাক্ষিক বৈঠকে হাজির থাকবেন বস্ত্র মন্ত্রকের আধিকারিকরা, শ্রম কমিশনার, চটকল মালিকরা। তাঁর অভিযোগ, ‘মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, এখনও উত্তর পাইনি’ । পাট শিল্পের এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না, দাবি অর্জুনের ।

পাটের দাম বৃদ্ধির দাবিতে, যে ভাবে নিজের দলের সরকারের বিরুদ্ধেই সংঘাতে নেমেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ, তাতেই দিনে দিনে এই জল্পনা জোরাল হয়েছে। বিশেষ করে বস্ত্রমন্ত্রী ও বস্ত্র সচিবের সঙ্গে বৈঠকের পরও অর্জুন সিং সুর নরম করেননি! উল্টে কেন্দ্রীয় সরকারকে কার্যত আলটিমেটাম দিয়েছেন তিনি। পাটের দাম নিয়ে বিজেপি যখন মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করছে, তখন মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদের গলায়! তবে সোমবার অর্জুনবাবুর দাবি, ‘মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, এখনও উত্তর পাইনি’ । এরপর সোমবার জুট নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। তিনি কার্যত হুঁশিয়ারি দেওয়ার সুরে, ‘ যদি ওখানে দি এন্ড হয়ে যায়, তাহলে আমাকে তো দেখা করতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব, অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *