কামারেড্ডি ও নয়াদিল্লি, ৯ মে (হি.স.): তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় লরি ও অটো ট্রলির সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। হতাহতরা ইয়েল্লারেড্ডিতে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। কামারেড্ডি জেলার নিজামসাগরের হাসানপল্লি গেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো ট্রলিতে ধাক্কা মারে একটি লরি, তাতেই ৯ জনের মৃত্যু হয়েছে। কামারেড্ডির পুলিশ সুপার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, এই দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ও লরির চালককে চিহ্নিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় নিজামসাগরের হাসানপল্লি গেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো ট্রলিতে ধাক্কা মারে একটি লরি। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে অটো ট্রলিটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, পরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ইয়েল্লারেড্ডিতে একটি অনুষ্ঠান থেকে পিটলামে ফিরছিলেন হতাহতরা। সেই সময় নিজামসাগরের দিকে যাচ্ছিল লরিটি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৯ জনের।
তেলেঙ্গানার কামারেড্ডি জেলার এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

