নয়াদিল্লি, ৯ মে (হি.স.): রাজধানী দিল্লিতে ফের তাপপ্রবাহের সতর্কতা। আগামী ১১ মে থেকে ৩ দিন তীব্র দাবদাহে জ্বলতে পারে দিল্লি ও সন্নিহিত রাজ্যগুলি। রোদের তাপে ফের অনুভূত হতে পারে দাবদাহ। আগামী ৩ দিন গরমে জ্বলতে হবে রাজধানী দিল্লিকে, তবে ১৩ মে থেকে পাল্টে যেতে পারে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে ১৩ মে-র পর থেকে কমতে পারে গরম।
তবে, এপ্রিল মাসের মতো গরম হয়তো আর সহ্য করতে হবে না দিল্লিকে। ভারতীয় আবহাওয়া দফতর সোমবার জানিয়েছে, আগামী ১১, ১২ ও ১৩ এই তিনদিন দিল্লি ও সন্নিহিত অঞ্চলে দাবদাহের মতো পরিস্থিতি হতে পারে। ১১ থেকে ১২ মে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রা। বর্তমানে উত্তর ভারতের কোনও রাজ্যে দাবদাহের মতো পরিস্থিতি নেই, তেমন গরম নেই পঞ্জাব, উত্তর প্রদেশ অথবা হরিয়ানায়। তবে, ১১-১৩ মে বাড়তে পারে গরম।