বারাকপুর, ৮ মে (হি.স.) : দুই বান্ধবীর মধ্যে মনোমালিন্যের জেরেই বান্ধবীর বাড়ি গিয়েই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুরের আনন্দ মঠ এলাকায়। যদিও মৃতার পরিবার খুনের অভিযোগ তুলছে।
ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব ইছাপুরের আনন্দমঠের নবনীতা দাস এর সঙ্গে বারাকপুর পঞ্চানন তলার বাসিন্দা চর্চিতা বন্দ্যোপাধ্যায়ের। হঠাৎই তাদের মধ্যে বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে কয়েকদিন ধরে। কথাও বন্ধ ছিল দুই বান্ধবীর মধ্যে, এমনটাই জানা যায়। এরপর শনিবার সন্ধ্যেবেলা নবনীতার বাড়ি আসে চর্চিতা। সেই সময় তাদের মধ্যে ফের কথাকাটাকাটি হয় বলে জানা যায়। এরপরই নবনীতার বাড়ির দোতলায় গিয়ে গায়ে আগুন দেন চর্চিতা, দাবি এমনটাই।
এদিকে এই ঘটনার পরই এলাকার বাসিন্দারা ছুটে এসে সেই আগুন নেভায়। এরপর চর্চিতাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিএন বোস হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
এই ঘটনায় নবনীতার বিরুদ্ধে আজ তরুণীর পরিবারের লোক নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।