Fire : ইন্দোরের স্বর্ণবাগের আগুন শর্ট সার্কিটে নয়, একতরফা প্রেমের পরিণতি

ইন্দোর, ৮ মে (হি.স.) : শনিবার ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি শর্ট সার্কিট নয়, একটি ষড়যন্ত্র ছিল। পুলিশ এই তথ্য জানিয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সঞ্জয় ওরফে শুভম দীক্ষিত নামে এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। একই ব্যক্তি ভবনের নিচের বেসমেন্টে পার্ক করা স্কুটিতে আগুন ধরিয়ে দেয় এবং এই আগুন ভয়াবহ রূপ নেয়।

ঝাঁসির বাসিন্দা সঞ্জয় ছোটখাটো চাকরি করতেন। তিনি এই বাড়িতে থাকতেন। বিয়ে করতে চেয়েছিলেন পাশের ফ্ল্যাটেরই এক তরুণীকে। কিন্তু তিনি বিশেষ পাত্তা দেননি। মেয়েটির অন্য কোথাও বিয়ে হওয়ার কথা থাকায় ঘটনার রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে। এতে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় ভবনের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটির স্কুটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু আগুন ভয়াবহ রূপ নেয় এবং সাতজন প্রাণ হারায়। অভিযুক্ত সঞ্জয় দীক্ষিত ওরফে শুভমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অগ্নিকাণ্ডের বিষয়ে ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র বলেছেন, পুলিশের দল যুবকের সন্ধানে নিযুক্ত রয়েছে। অভিযুক্ত যুবক ঝাঁসির বাসিন্দা। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করবে পুলিশ।