নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কম হলেও করোনা পরিসংখ্যানে তেমন স্বস্তি মিলছে না। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, এদিন ফের বেড়েছে অ্যাকটিভ কেস। অনেকটা বেড়েছে মৃতের সংখ্যাও।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৫১ জন। যা আগের দিনের থেকে খানিকটা কম। এর মধ্যে দিল্লিতেই ১ হাজার চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দিল্লির পাশাপাশি করোনা বাড়ছে কেরল এবং হরিয়ানাতেও। দুই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। যা আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৬৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫৭ হাজার ৪৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৭৯ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।