BRAKING NEWS

Increase : সবজির চড়া দামে কপালে ভাঁজ ক্রেতাদের

কলকাতা, ৮ মে (হি. স.) : শহর জুড়ে ক্রমাগত দাম বাড়ছে সবজির । সবজির চড়া দামে কপালে একপ্রকার ভাঁজ পরার জোগাড় সকলের । রবিবার শহরের বাজারে আলুর দামে কপালে হাত ক্রেতাদের ।

গত কয়েকদিন অন্যান্য সবজির পাশপাশি দাম বাড়ছে আলুর । গত সপ্তাহেই ২৫ টাকায় চলে গিয়েছিল চন্দ্রমুখী আলুর দাম । সেই আলু বর্তমানে ৪০ টাকায় বিকোচ্ছে ।আর জ্যোতি আলুর দাম ৩০ টাকা । হাওড়া, কলকাতা থেকে বর্ধমান- সব জেলার বাজারেই বেড়ে গিয়েছে আলুর দাম । আলুর দাম বৃদ্ধির প্রসঙ্গে , স্বাভাবিক নিয়মে দাম বেড়েছে । হিমঘর মালিকদের বিরুদ্ধে যে সংরক্ষণের অভিযোগ উঠছে তা ঠিক নয় । আলুর দাম বাড়লেই এই অভিযোগ ওঠে প্রতিবছর । তবে আশ্বাস দিচ্ছেন, দিন দশকের মধ্যেই দাম কমে যাবে। হিমঘর থেকে আলু বেরোচ্ছে । হুগলির চাষিরা অবশ্য জানাচ্ছেন । আলুর দাম বাড়লেও তাঁরা বেশি লাভ করতে পারেননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *