BRAKING NEWS

Firhad Hakim : সব পাম্পিং স্টেশনকে সতর্ক রাখা হচ্ছে: ফিরহাদ

কলকাতা,৮ মে (হি. স.) : আগামী ১২ ঘণ্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি রবিবার এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে । অশনি’ মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম । রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন,” সব পাম্পিং স্টেশনকে সতর্ক রাখা হচ্ছে” এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম ।

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন, ” কলকাতায় অশনির প্রভাব পড়বে না । সব পাম্পিং স্টেশনকে সতর্ক করা হয়েছে । পুরসভা কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে । যদি ঝড় আসে তার জন্য ডিজেস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তৈরি থাকবে যাতে তাড়াতাড়ি গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া যায় । খোলা থাকবে কন্ট্রোল রুমও ”। আবহাওয়া দফতর সূত্রে খবর,বিশাখাপত্তনম থেকে ৯৪০ কিমি দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান ।পুরী থেকে অশনির দূরত্ব ১০০০ কিমি । আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *