করোনায় মৃত্যু, হু-র রিপোর্ট নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিঁধল প্রদেশ যুব কংগ্রেস

আগরতলা, ৭ মে (হি. স.) : করোনায় মৃত্যু নিয়ে ভুল তথ্য প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই ভুল বয়ে নিয়ে চলেছে ত্রিপুরা সরকারও। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ এনেছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসে সভাপতি রাখু দাস। তাঁর অকপট দাবি, ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা লুকিয়েছে কেন্দ্রীয় সরকার। একই পথে হেঁটে ত্রিপুরা সরকারও করোনা আক্রান্তের মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। 

তাঁর কথায়, করোনা ভাইরাসের জেরে গত দুই বছর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রাণ গেছে অসংখ্য মানুষের। অথচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কেন্দ্রীয় সরকার দেখিয়েছে মাত্র ৪ লক্ষ ৮০ হাজার। কিন্তু সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন(হু)-র দেওয়া তথ্য অন্য চিত্র তুলে ধরেছে। হু-এর দেওয়া তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ মানুষের। করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে হু-র দেওয়া তথ্যে সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী বলে তীব্র কটাক্ষ করেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস। শতঃয়ে তিনি যোগ করেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এই ষড়যন্ত্রে শামিল রয়েছেন। তিনিও ত্রিপুরবাসীকে ভুল তথ্য প্রদান করেছেন।

রাখুর কথায়, করোনার প্রাদুর্ভাবে যখন প্রতিদিন মৃতের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছিল তখন মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে প্রথম কিছুদিন আক্রান্তের সংখ্যার হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু আচমকাই কিছুদিন পর সেই হিসেবে দেওয়া বন্ধ করে দেন তিনি। ত্রিপুরাবাসীকে মিথ্যা তথ্যের জালে কেন ফাঁসিয়ে রাখা হয়েছিল, জবাব চেয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *