তেলিয়ামুড়া, ৭ মে : তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের বেআইনিভাবে বন ধ্বংস করে কাঠ চুরি রোধে তৎপরতা অব্যাহত রয়েছে। তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা শনিবার সকালে বাগবের এলাকায় অভিযান চালিয়ে তিনটি বাইসাইকেল সহ প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে কাউকে আটক করতে পারেনি বনদপ্তরের কর্মীরা। উদ্ধার করা কাঠ এবং বাইসাইকেল গুলি তেলিয়ামুড়া গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তেলিয়ামুড়া বন বিভাগের কর্মীরা এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে মূল্যবান গাছ কেটে কাঠ এবং গাছের লগ বিভিন্ন স্থানে পাচার করে চলেছে বনদস্যুরা। বনদস্যুদের এ ধরনের প্রবণতা বন্ধ করার লক্ষ্যে স্থানীয় জনগণ বনদপ্তর কে ওর মনোভাব গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। স্থানীয় জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতেই বনদপ্তর এর কর্মীরা গত কয়েকদিন ধরে বেআইনি কাঠ পাচার রোধে কঠোর মনোভাব গ্রহণ করেছে। তাতে ইতিমধ্যেই কিছু কিছু সাফল্য আসতে শুরু করেছে।