Temperature: ফের তাপপ্রবাহের সতর্কতা, আগামী ৪৮ ঘন্টা দাবদাহে জ্বলবে উত্তর-পশ্চিম ও মধ্য ভারত

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): ভারতের বেশি কিছু রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৪৮ ঘন্টা তীব্র দাবদাহে জ্বলতে পারে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু রাজ্য। রোদের তাপে ফের অনুভূত হতে পারে দাবদাহ। আগামী ৯ মে পর্যন্ত গরমে জ্বলতে পারে মরুরাজ্য রাজস্থান, গরমের দাপটে নাজেহাল হতে পারে উত্তর মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রও। গরম বাড়তে পারে রাজধানী দিল্লিতেও, শনিবারই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

মধ্যপ্রদেশের উত্তরাংশ ও মহারাষ্ট্রের কিছু অংশে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে। শনিবারও রোদের তেজ যথেষ্ট পরিমাণে ছিল, আগামী সোমবার পর্যন্ত রাজস্থানে এবং রবি ও সোমবার হরিয়ানা, দিল্লি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ৯ মে-র পর আবহাওয়ার ফের পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *