কমলপুর, ৭ মে : নাশকতার আগুনে পুড়ে ছাই সিপিআইএম অফিস। শুক্রবার রাতের আধারে কে বা কারা সিপিআইএম কমলপুর অঞ্চল কমিটির অফিসে আগুন লাগিয়ে দেয়। যার ফলে অফিসের ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সিপিএম নেতারা।
সিপিএমের অফিসে অগ্নিকান্ড নতুন ঘটনা নয়। ২০১৮ সালের নির্বাচনে পরাজয়ের পর সিপিএমের বহু অফিসে তালা ঝুলেছিল। অগ্নিদগ্ধ হয়েছিল বহু দলীয় কার্যালয়। অবশ্য, অনেক ক্ষেত্রেই দলীয় অনুগতদের প্রতিহিংসার আগুনে জ্বলেছে কার্যালয়। শনিবারও তার ব্যতিক্রম নয়।
শনিবার সকালে ঘটনার খবর পেয়ে সিপিএম নেতারা ছুটে আসেন অফিস চত্বরে। পরবর্তী সময়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা। প্রশাসনের দ্বারস্থ হয়ে কমলপুর থানায় ডেপুটেশন প্রদান করেন সিপিএম নেতারা। এধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম নেতা কর্মীরা।

