অযোধ্যা, ৭ মে (হি. স.) : খুব শীঘ্রই শুরু হবে রামমন্দিরের গর্ভগৃহ নির্মাণের কাজ। শনিবার অযোধ্যায় শ্রী রামজন্মভূমি মন্দির নির্মাণ স্থল রামকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেছেন, রামমন্দির নির্মাণের একটি ঐতিহাসিক কাজ চলছে। ভবিষ্যৎ প্রজন্ম এটিকে দেশ গড়ার নাম দেবে। শীঘ্রই গর্ভগৃহ নির্মাণের কাজ সম্পন্ন হবে। রাজস্থানের ভরতপুর জেলার বংশী পাহাড়পুর এলাকার হালকা গোলাপি বেলে পাথর খোদাই করে পাথর বসানোর কাজ শুরু হবে।
চম্পত রায় আরও জানিয়েছেন, সম্পূর্ণ মন্দিরে প্রায় ৪.৭০ লক্ষ ঘনফুট লাল পাথর খোদাই করা হবে। গর্ভগৃহে মাকড়ানার সাদা মার্বেল পাথর লাগানো হবে, সেই কাজও চলছে। এই পাথরগুলি শীঘ্রই অযোধ্যায় এসে পৌঁছবে। মন্দির নির্মাণস্থলে উপস্থিত থেকে সাধারণ সম্পাদক চম্পত রায় আরও বলেছেন, মন্দিরের নির্মাণের সামগ্রিক কাজ দ্রুততার সঙ্গে চলছে।

