BRAKING NEWS

Chief Minister : বিজেপি নেতা তাজিন্দর বগ্গার গ্রেফতারকে ‘রাজনৈতিক’ বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

চণ্ডীগড়, ৬ মে (হি.স.) : বিজেপি নেতা তাজিন্দর বাগ্গার গ্রেফতারকে “রাজনৈতিক” বলে অভিহিত করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

বাগ্গাকে শুক্রবার পঞ্জাব পুলিশ দিল্লির জনকপুরিতে বাড়ি থেকে গ্রেফতার করে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দেওয়ার অভিযোগে পঞ্জাবে দায়ের করা একটি মামলায় বাগ্গাকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতার প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, “এটি একটি রাজনৈতিক ইস্যু কারণ নির্বাচনের সময় বাগ্গা বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতায় সাধারণত রাজনৈতিক বিষয়বস্তু থাকে এবং একে অপরের বিরুদ্ধে দোষারোপ করা হয়। যদি কিছু ঘটে, তাহলে নির্বাচন কমিশনে জানানো হয় এবং তারপরে পুলিশ তা দেখে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক বিষয়গুলো এভাবে প্রকাশ পায় না। কিন্তু পঞ্জাব পুলিশকে এভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তুলে নিতে বাধ্য করা হচ্ছে। অন্তত একটু সৌহার্দ্য থাকা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা এভাবে বাড়লে সমস্যা হবে। এটা করা উচিত হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *