আগরতলা, ৬ মে : ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলেন চারজন। বিশালগড় বাইপাস সড়কে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিত্সা চলছে।রানীরবাজার মোহনপুর থেকে একটি গাড়িতে চারজন উদয়পুর মাতাবাড়িতে যাচ্ছিলেন মা ত্রিপুরাসুন্দরীর দর্শনে। কিন্তু বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় আসতেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারজন আহত হন। দুজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। গুরুতর আহত দু জন পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে সৌরভ শুক্লবৈদ্যর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
2022-05-06

