আগরতলা, ৬ মে (হি. স.) : জ্বরে আক্রান্ত দুই শিশুর মৃত্যুতে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন ধলাই জেলায় মানিকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক প্রণব দেববর্মা। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল মধ্যরাতে অভিযানে নেমে পুলিশ তাঁদের জালে তুলতে সক্ষম হয়েছে। দ্রুততার সাথে অপরাধীদের গ্রেফতারে পুলিশের ভূমিকায় ছাওমনুর বিধায়ক সন্তোষ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ধলাই জেলায় রাজধর কাছারিছড়া এলাকার বাসিন্দা শচীন্দ্র ত্রিপুরার দুই শিশু সন্তান ধর্মিতা ত্রিপুরা(৮) এবং ধনঞ্জয় ত্রিপুরা(৪) জ্বরে আক্রান্ত হয়ে গত বুধবার মানিকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিল। চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল। শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ভাংচুর এবং চিকিত্সককে মারধর করেছিলেন। তাতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। শুধু তাই নয়, সারা শরীরেই ক্ষতের চিহ্ন রয়েছে।
আক্রান্ত চিকিত্সক প্রণব দেববর্মাকে প্রথমে ছৈলেংটা হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্ত, তাঁর অবস্থা সঙ্কটজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সক আক্রান্তের ঘটনায় সমস্ত চিকিত্সক নিন্দা জানিয়েছে।
ওই ঘটনায় মানিকপুর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছিল। ভারতীয় দন্ডবিধি ১৪৮/১৪৯/১৫৩/৩৩৩/৩২৬/৩০৭/৪২৭/৩৪ এবং ত্রিপুরা মেডিকেয়ার সার্ভিস পার্সন ও মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন আইনের এ ও বি ধারায় মামলা রুজু হয়েছিল। পুলিশ অপরাধীদের খুজে তল্লাশি জারি রেখেছিল। অবশেষে গতকাল মধ্যরাতে ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয় জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল মধ্য রাতে ধলাই জেলা অতিরিক্ত পুলিশ সুপার, লংতরাইভ্যালী মহকুমা পুলিশ আধিকারিক, মানিকপুর ও ছৈলেংটা থানার ওসি অভিযানে নেমে কুমারিয়া রোয়াজা পাড়ার বাসিন্দা হরিনাথ ত্রিপুরা(১৮), কাছাড়িছড়ার বাসিন্দা বিশ্ব মোহন ত্রিপুরা(৬৫), চৈত্র কুমার ত্রিপুরা(৩৭), জ্যোতিদা ত্রিপুরা(৩৫), হরিদয়াল রোয়াজা পাড়ার বাসিন্দা জুবিরাই ত্রিপুরা(৫০) এবং পদ্মসিং রোয়াজা পাড়ার বাসিন্দা নৃপেন্দ্র ত্রিপুরা(৫০)-কে গ্রেফতার করেছেন। তাদের আজ লংতরাই ভ্যালী আদালতে সোপর্দ করেছে পুলিশ। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

