দেহরাদূন, ৬ মে (হি. স.) : উত্তরাখণ্ডের চম্পাওয়াত বিধানসভা আসনের উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জোরদার টক্কর দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। ৩১ মে-র উপ-নির্বাচনে চম্পাওয়াত আসনের কংগ্রেস প্রার্থী করা হয়েছে নির্মলা গাহতোরিকে। শুক্রবারই নিৰ্মলার নাম ঘোষণা করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
চম্পাওয়াত থেকে লড়বেন পুষ্কর সিং ধামি, ৩১ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আসন্ন উপ-নির্বাচনে এই চম্পাওয়াত বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মে, ফল ঘোষণা হবে জুন মাসের ৩ তারিখ। উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে এবার পরাজিত হয়েছেন পুষ্কর সিং ধামি। খাতিমা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামি, কিন্তু হেরে যান তিনি। ভোটে হারলেও ধামির ওপরই আস্থা রেখেছে বিজেপি। তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়েছে। এবার উপ-নির্বাচনে জিতে আসতে হবে পুষ্কর সিং ধামিকে।

