ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। নিয়ম রক্ষার ম্যাচে সাউথ জোন জয় পেয়েছে। হারিয়েছে সেন্ট্রাল জোনকে। অনূর্ধ্ব-১৫ আন্তঃজোনাল রাজ্যস্তরীয় ক্রিকেটের লীগ পর্যায়ের খেলা আজ শেষ হয়েছে। শুক্রবারে, এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাউথ জোন ৪৯ রানের ব্যবধানে সেন্ট্রাল জোনকে পরাজিত করেছে।
সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে সাউথ জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৩.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে সাউথ জোন ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজার উদ্দিন আহমেদের ২৫ রান এবং ধোনির রিয়াং-এর ২১ রান উল্লেখযোগ্য। সেন্ট্রাল জোনের বোলার খোকন বিশ্বাস ও অভ্রজিৎ দাস দুজনেই তিনটি করে উইকেট পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন ১৮.২ ওভার খেলে ৬০ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে খোকন বিশ্বাস সর্বাধিক ২৩ রান পায়। এছাড়া, অন্যরা সাউথ জোনের বোলারদের দাপটে উইকেটে তেমন দাঁড়াতে পারেনি। আকাশ নাথ একাই ৭টি উইকেট তুলে নেয় মাত্র ৪ রানের বিনিময়ে। তাছাড়া, শারিফুদ্দিন পেয়েছে ২ রানে ২ উইকেট। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ আকাশ নাথ পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।