ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। বাধারঘাট স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের মধ্যে রয়েছে কৃত্তিম ক্লাইম্বিং ওয়াল। বৃহস্পতিবার থেকে শুরু হবে এই ওয়ালে রাজ্য ভিত্তিক ক্লাইম্বিং আসর। এর উদ্ভোধনে থাকবেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, রাজ্যের প্রথম স্পোর্টস ক্লাইম্বার শ্রীজীব বাহাদুর ছেত্রী, দপ্তরের সহকারী অধিকর্তা বিপ্লব দত্ত, পাইমুঙ মগ, শুভেনজিৎ সিনহা প্রমুখ। আসরে অংশগ্রহণের লক্ষ্যে বুধবার বালক বিভাগে ১৬ জন এবং বালিকা বিভাগে ৮ জন রিপোর্ট করেছে। আরো বেশ কয়েকজন প্রতিযোগী আসছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আসরকে ঘিরে আয়োজকদের প্রস্তুতি চূড়ান্ত।
2022-05-04