BCCI: সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল বিসিসিআই

মুম্বই, ৪ মে (হি.স.) : ক্রিকেটার ঋদ্ধিমান সাহার পক্ষেই রায় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলার উইকেটরক্ষককে হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক বরিয়া মজুমদারকে ২ বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই।

বলা হয়েছে, এই সময়ের মধ্যে তিনি বোর্ড আয়োজিত কোনও ম‌্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। সমস্ত রাজ‌্য ক্রিকেট সংস্থাকে সেই নির্দেশিকা নাকি দিয়ে দেবে বোর্ড। বলে দেওয়া হবে, অভিযুক্ত সাংবাদিককে মাঠেও ঢুকতে দেওয়া যাবে না। এমনকী, আইসিসিকেও চিঠি লিখে অভিযুক্ত সাংবাদিককে ‘ব্ল‌্যাকলিস্ট’ করতে বলা হচ্ছে।
কিছুদিন আগে সাক্ষাৎকার না দিতে চাওয়ায় এক সাংবাদিক রীতিমতো ‘হুমকি’র সুরে হোয়াটসঅ‌্যাপ করেছিলেন ঋদ্ধিমানকে। নাম প্রকাশ না করেই সেই চ‌্যাট সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে দেন বাংলার উইকেটকিপার। যা নিয়ে ভারতীয় ক্রিকেটে তোলপাড় পড়ে যায়। অভিযুক্ত সাংবাদিক আবার পালটা দাবি করেন, তার চ্যাটের বিকৃত স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋদ্ধি। গোটা ঘটনা খতিয়ে দেখতে বোর্ড তিন সদস্যের কমিটি গঠন করে। বোর্ডের ওই কমিটি ঋদ্ধিমান এবং অভিযুক্ত ওই সাংবাদিকের সঙ্গে কথাও বলেন। তারপর কমিটি নিজেদের রিপোর্ট জমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *