আমদাবাদ, ৩ মে (হি. স.) : আগামী ২৯ মে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের আসর। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তাছাড়া প্লে অফের ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন ও আমদাবাদে।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আইপিএলের প্রাথমিক রাউন্ডের খেলা শুধুমাত্র মহারাষ্ট্রেই হচ্ছে। রাজ্যের চারটি স্টেডিয়ামে ওই ম্যাচ হচ্ছে। কিন্তু একটি রাজ্যে প্রতিযোগিতা হওয়াতে চলতি আইপিএল তেমনভাবে দর্শকদের মধ্যে সাড়া ফেলতে পারছে না। টিভির দর্শক সংখ্যাও আগের তুলনায় অনেকটাই কমেছে। ফলে যে সংস্থা মোটা টাকার বিনিময়ে মিডিয়া স্বত্ব কিনেছে তারা বিপাকে পড়েছে। আইপিএলের প্লে অফ ম্যাচ মুম্বই থেকে সরিয়ে কলকাতা ও গুজরাতে করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। যদিও শেষ মুহুর্তে সিদ্ধান্ত বদলে যেতে পারে বলে জল্পনাও চলছিল। কিন্তু এদিন বিসিসিআইয়ের সচিব জানিয়েছেন, কলকাতার ইডেন গার্ডেনে প্লে অফের দুটি ম্যাচ হবে। আগামী ২৪ ও ২৫ মে কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। কোয়ালিফায়ার- ২ ম্যাচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে ২৯ মে হবে বিশ্বের আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।