গুয়াহাটি, ৩ মে (হি.স.) : আবারও গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর মেয়র হিসেবে ২৯ নম্বর ওয়াৰ্ডের বিজেপি পারিষদ মৃগেন শরণিয়াকে মনোনীত করেছে দল। ডেপুটি মেয়র হবেন ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি পারিষদ স্মিতা রায়। সরকারিভাবে ঘোষণা করেছেন দলের অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতা।
আজ মঙ্গলবার হেঙেরাবাড়িতে বিজেপির প্রদেশ সদর দফতরে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা, সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীভূষণ শর্মা, বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জয়ন্তমল্ল বরুয়া সহ বহুজনের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরু থেকেই পরবর্তী মহানাগরিকের দৌড়ে চর্চায় ছিলেন মৃগেন শরণিয়া। বিগত পুরনিগম পরিচালনায় তাঁর অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা, স্বস্ছ ভাবমূর্তি এবং সর্বোপরি জনপ্রিয়তার জন্যই মৃগেন শরণিয়াকে মেয়রের আসনে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
এছাড়া ডেপুটি মেয়র হিসেবে স্মিতা রায়কে চেয়েছে দল। ২২ নম্বর ওয়াৰ্ডের বিজেপি মনোনীত প্ৰাৰ্থী স্মিতা রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দুই বিজেপি প্ৰাৰ্থী, তাঁরা যথাক্রমে সঞ্জয় দাস এবং সুতপা সরকার।
দলীয় বৈঠকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মেয়র এবং ডেপুটি মেয়রের নাম ঘোষণা করেন বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা।
প্ৰসঙ্গত, ২৯ নম্বর ওয়ার্ড থেকে তিনবার জয় লাভ করছেন ভারতীয় জনতা পাটির প্ৰাৰ্থী মৃগেন শরণিয়া৷ প্রথম ২০০৩, তার পর ২০১৩-র পর এবার ২০২২ সালের নির্বাচনেও ওই একই ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে পারিষদ নির্বাচিত হয়েছেন মৃগেন। গত মেয়াদে তিনি গুয়াহাটির মেয়র পদও সামলেছেন। এবারের জিএমসি নিৰ্বাচনে জয় লাভের সঙ্গে সঙ্গে মৃগেন শরণিয়া হেট্ৰিক করেছেন৷
উল্লেখ্য, ৬০ আসন বিশিষ্ট গুয়াহাটি পুরনিগমের নির্বাচনে ৫২টি বিজেপি ও মিত্রজোট অসম গণ পরিষদ (অগপ)-এর দখলে ছয়টি, মোট ৫৮টি এবং একটি করে ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আম আদমি পার্টি (আপ) ও অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর প্রার্থীরা। এছাড়া প্রধান বিরোধী দল কংগ্রেস গুয়াহাটি পুরনিগমের ভোটে খাতাই খুলতে পারেনি।