Eid-ul-Fitr : ডিমা হাসাওয়ে আনন্দোল্লাসে পালিত ঈদ-উল-ফিতর

হাফলং (অসম), ৩ মে (হি.স.) : বিগত দুটি বছর কোভিড অতিমারির জন্য ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে পারেননি ইসলাম ধর্মের মানুষ। কোভিডের জেরে গত দু বছর প্রতিটি উৎসবই ছিল শুধু নিয়ম রক্ষার। উৎসবের আনন্দ উৎসবে শামিল হতে পারেননি সাধারণ মানুষ। এবার কোভিড পরিস্থিতি উন্নত হওয়ায় গোটা দেশ জুড়ে আনন্দোল্লাসে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। অসমেও এবার কোভিডের কোনও এসওপি না থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ইসলাম ধর্মের মানুষ সংশ্লিষ্ট এলাকার ঈদগাহে ঈদ-উল-ফিতরের নমাজ আদায় করেন।

সমগ্র দেশের সঙ্গে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়েও আজ আনন্দোল্লাসে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। আজ সকাল ৯-টায় হাফলং টাউন মসজিদের ঈদগায় শতাধিক ইসলাম ধর্মের মানুষ ঈদের নমাজ আদায় করেন। তাছাড়া পাহাড়ি জেলার বিভিন্ন এলাকায় আনন্দোল্লাসে ঈদ-উল-ফিতর পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে আজ হাফলং শহরে ছোট ছোট ছেলেমেয়েদের দেখা গেছে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। উল্লেখ্য, ঈদ শুধু এক ধর্মীয় উৎসব নয়, টানা একমাস রোজাব্রত পালন করার পর শান্তি ও সমন্বয়ের বার্তা নিয়ে আসে খুশির উৎসব ঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *