আগরতলা, ৩ মে : মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার পাশাপাশি রাম ঠাকুরের তিরোধান দিবসও ছিল। রাম ঠাকুরের তিরোধান দিবসকে কেন্দ্র করে বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয় রাম ঠাকুর আশ্রমে। এদিন সকাল থেকেই পূজার্চনা শুরু হয় আশ্রমে। সকাল থেকেই ভক্তপ্রাণ মানুষের ভিড় জমে আশ্রম প্রাঙ্গণে। মূলত সুখ, শান্তি সহ সমাজের সামগ্রিক উন্নতির জন্য এই পূজার্চনা বলে জানান আশ্রমের প্রধান পুরোহিত।
2022-05-03