Climbing : রাজ্য ক্লাইম্বিং শুরু ৪ মে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী ৪-৭ ই মে চার দিনের দুঃসাহসিক ক্রীড়া ক্লাইম্বিং শিবির অনুষ্ঠিত হবে বাঁধারঘাটস্থিত ক্লাইম্বিং সেন্টারে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনুর্ধ ১৩ ও ১৬ বছরের ছেলে মেয়েরা ঐ শিবিরে অংশ নেবে। ৪ঠা মে বিকেলে বিভিন্ন জেলার ক্লাইম্বাররা স্পোর্টস স্কুলে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী, জন্মের প্রমান ও ২ কপি সম্প্রতি তোলা ছবি সহ  রিপোর্ট করবে। স্পীড, লিড ও বোল্ডারিংয়ের মাধ্যমে সুউচ্চ  পাহাড়ে কি ভাবে চড়তে হয় এবং নামতে হয়, বাঁধারঘাটের কৃত্রিম পাহাড়ে তারই বিশেষ প্রশিক্ষণ দেবেন পর্বতারোহী তথা শারীর শিক্ষক প্রনব অখণ্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *