Bhagwant Mann: পঞ্জাব মন্ত্রিসভার বৈঠক শুরু, অনুমোদন পেতে পারে ‘এক বিধায়ক, এক পেনশন’ প্রকল্প

চণ্ডীগড়, ২ মে (হি.স.) : সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সভাপতিত্বে পঞ্জাব মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। সূত্রের মতে, মন্ত্রিসভা ‘এক বিধায়ক, এক পেনশন’ প্রকল্প অনুমোদন করতে পারে। এটি অনুমোদন হয়ে গেলে, পঞ্জাব সরকার আর বিধায়কদের আয়কর দেবে না। এর পাশাপাশি গম চাষীদের প্রতি একর ৫০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে পঞ্জাবে প্রথমবার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের অতিরিক্ত খরচ কমাতে ‘এক বিধায়ক, এক পেনশন’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *