ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। অভূতপূর্ব সাফল্য পেয়েছেন এবারের মাস্টার্স অ্যাথলেটরা। ৪২-তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রবিবারে শেষ হয়েছে। তামিলনাড়ুর চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়াম অনুষ্ঠিত এবারের আসরে রাজ্য দল নিঃসন্দেহে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পাঁচদিন ব্যাপী জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং ১৭টি ব্রোঞ্জ পদকসহ মোট ২৫টি পদক পেয়ে ত্রিপুরার নাম গৌরবোজ্জ্বল করেছেন। প্রতিযোগিতা শেষে রবিবারে আনুষ্ঠানিক সমাপ্তির পর রাজ্য দলের কয়েকজন বিমানযোগে সোমবারে আগরতলায় ফিরে এসেছেন। তবে দলের বেশ কয়েকজন ফিরছেন রেলপথে।
উল্লেখ্য, রবিবারে আসরের পঞ্চম দিনেও রাজ্য দলের সাফল্য এবং পদক জয় অব্যাহত ছিল। ওইদিন দুইটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ সহ ত্রিপুরার ঝুলিতে তিনটি পদক এসেছে। ৩৫ থেকে ৩৯ বছর গ্রুপে পুরুষ বিভাগে দেবাশিস মজুমদার বর্শা নিক্ষেপে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছেন। ৪৫ থেকে ৪৯ বছর গ্রুপে পুরুষ বিভাগে বিপ্লব রায় ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ৫০ থেকে ৫৪ বছর গ্রুপে মহিলাদের ৪ গুণ ৪০০ মিটার রিলে দৌড়ে টিম ত্রিপুরা দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছে। রাজ্য দলের অ্যাথলেটরা ছিলেন সবিতা দাস, কবিতা দাস, চন্দনা দাস ও গায়েত্রী মজুমদার। শেষ দিনে রাজ্যদল অল্পের জন্য আরও দুটো পদক পেতে ব্যর্থ হয়। ৩০ থেকে ৩৪ বছর গ্রুপে পুরুষ ও মহিলা উভয় বিভাগে ৪ গুণ ৪০০ মিটার রিলে দৌড়ে ত্রিপুরার দুটো দলকেই এবারের মত চতুর্থস্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে। বলাবাহুল্য, আসরের প্রথম দিনে ৩০ থেকে ৩৪ বছর গ্রুপে পুরুষ বিভাগে শট পুট-এ শম্ভু রায়, চতুর্থ দিনে ৩০০০ মিটার স্টিপল চেজে বিপ্লব মজুমদার এবং ৫০ থেকে ৫৪ বছর গ্রুপে পুরুষ বিভাগে লংজাম্পে তপন শীলের স্বর্ণপদক বিজয় এবারকার দারুন প্রাপ্তি রাজ্য দলের। আশা করা হচ্ছে আসন্ন আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা দলের বেশ কয়েকজন অ্যাথলেট ডাক পাবেন। উল্লেখ্য, এবারকার আসরে রাজ্য দলের দারুন সাফল্যে মাস্টার্স অ্যাথলেটিক্সের রাজ্য সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়েছে।