ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। এবার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৫ রাজ্য স্তরীয় ক্রিকেট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আগে একবার ক্রীড়া সূচি ঘোষিত হয়েছিল, কিন্তু অনিবার্য কারণে এতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্য স্তরীয় আন্তঃ জোনাল অনূর্ধ্ব-১৫ ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৪ আসরের মতো অনূর্ধ্ব-১৫ আসরেও সাউথ জোন, নর্থ জোন, ওয়েষ্ট জোন এবং সেন্ট্রাল জোন – এই চারটি টিম টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির কনভেনার উত্তম চৌধুরী যথারীতি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। ৩, ৪ এবং ৬ জুন – তিন দিনেই দুটি মাঠে টুর্নামেন্টের দুটো করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিঙ্গল লীগ প্রতিযোগিতায় ৬টি ম্যাচের পর পয়েন্ট তালিকা অনুযায়ী সেরা দুটো দল ফাইনাল ম্যাচে খেলবে। যদিও ফাইনাল ম্যাচটি হবে প্রতিদিন ৯০ ওভারের পদ্ধতিতে দুইদিনের, দুই ইনিংসের ম্যাচ। সরাসরি ম্যাচের মীমাংসা না হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল জয়ী বলে ঘোষিত হবে এবং চ্যাম্পিয়নের খেতাব পাবে সে দল। সংশোধিত ক্রীড়া সূচি অনুযায়ী আগামীকাল, মঙ্গলবার প্রথম দিনে এমবিবি স্টেডিয়ামে সাউথ জোন খেলবে নর্থ জোনের বিরুদ্ধে।
এদিকে, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ওয়েস্ট জোন খেলবে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে। পরদিন, ৪ মে পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে সেন্ট্রাল জোন খেলবে নর্থ জোনের বিরুদ্ধে। এনবিবি স্টেডিয়ামে ওয়েষ্ট জোন খেলবে সাউথ জোনের বিরুদ্ধে। ৫ মে বিরতির পর ৬ মে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ওয়েষ্ট জোন খেলবে নর্থ জোনের বিরুদ্ধে। এম বি বি স্টেডিয়ামে সাউথ জোন খেলবে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে। ৭ মে পুনরায় বিরতির পর ৮ ও ৯ মে ফাইনাল ম্যাচ হবে এমবিবি স্টেডিয়ামে। যদিও সূচি অনুযায়ী ১০ মে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।