শ্রীনগর, ২ মে (হি.স.) : হ্যান্ড গ্রেনেড নিয়ে বিমানে ওঠার আগে ধরা পড়ল এক জওয়ান। সোমবার শ্রীনগর বিমানবন্দরে চেক-ইন করার সময় ওই জওয়ানের ব্যাগ থেকে উদ্ধার হয় গ্রেনেডটি। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিন ইন্ডিগোর বিমানে দিল্লি হয়ে চেন্নাইয়ের বাড়ি ফেরার কথা ছিল ওই জওয়ানের। সকাল ৯টায় চলে আসেন শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে৷ রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগে সন্দেহজনক কিছু ধরা পড়ে। ব্যাগটি খুলতেই উদ্ধার হয় একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড।
পুলিশ জানিয়েছে, বালাজি সোমপাথ নামে এক জওয়ানের ব্যাগে গ্রেনেডটি খুঁজে পাওয়া যায়। তামিলনাড়ুর ভেল্লোরের বাসিন্দা বালাজির পোস্টিং দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায়। ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন। তারপরই বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় ব্যাগ থেকে উদ্ধার হয় গ্রেনেডটি। প্রশ্ন উঠছে, কেন তিনি গ্রেনেড নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন?জওয়ানে গ্রেনেড নিয়ে বিমানে ওঠাকে কেন্দ্র করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।