BRAKING NEWS

Manoj Pandey : ‘কোনও অঞ্চল হারাতে দেব না’: চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বলপ্রয়োগ করে চিন স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টায় ভারতীয় সেনাবাহিনী সজাগ থেকে উত্তর দিয়েছে বলে দাবি করলেন নব নিযুক্ত সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। রবিবার এক সাক্ষাতকারে স্পষ্ট করে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী কোনো অঞ্চলের ক্ষতি হতে দেবে না।

তিনি আরও বলেন, এই মুহূর্তে এলএসি-তে পরিস্থিতি স্বাভাবিক যেখানে “আমাদের বাহিনী প্রতিপক্ষের একতরফা এবং উসকানিমূলক কর্মকাণ্ড স্থিতাবস্থা পরিবর্তন করার জন্য পর্যাপ্তভাবে মোকাবিলা করা হয়েছে”। গত দুই বছরে “আমরা হুমকির মূল্যায়ন করেছি এবং আমাদের বাহিনীকে পুনর্গঠন করেছি”।

নতুন সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা “গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থানে রয়েছেন এবং এই সমস্ত কিছুর মধ্যে আমরা খুব স্পষ্ট যে আমরা স্থিতাবস্থার কোনও পরিবর্তন এবং কোনও অঞ্চলের ক্ষতির অনুমতি দেব না”।

আমাদের লক্ষ্য হল এলএসি বরাবর উত্তেজনা হ্রাস করা এবং আগের মতো স্থিতাবস্থা পুনরুদ্ধার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *