Mamata Banerjee : তৃণমূলের নতুন কার্যালয় থেকে দিদিকে বলো-২ কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা

কলকাতা, ১ মে (হি.স.) : দলের নতুন কার্যালয় থেকেই দিদিকে বলো-২ কর্মসূচির সূচনা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৫ মে বিকেলে দলের নতুন কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক করবেন তিনি। তার পর দলের সর্বস্তরের নেতাদের সামনে এই কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা।

আগামী মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার দিনে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের সাউথ ক্যানাল রোডের একটি অতিথিশালায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন হবে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুজো করে নতুন এই কার্যালয়ের সূচনা করবেন। ৩৬জি তপসিয়া রোডের দলের কার্যালয়টি পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত সাউথ ক্যানাল রোডের পার্টি অফিস থেকে পরিচালিত হবে রাজ্য তৃণমূলের যাবতীয় কর্মসূচি। অক্ষয় তৃতীয়ার দিন দলের শীর্ষ নেতারা নতুন এই কার্যালয়ে এলেও, মুখ্যমন্ত্রী সেখানে আসতে পারেন ৫ মে। সেখানেই তিনি নতুন কর্মসূচি প্রসঙ্গে দলীয় নেতাদের বেশ কিছু নির্দেশ দেবেন।

প্রসঙ্গত, ২০১৯-এর ২৯ জুলাই নজরুল মঞ্চ থেকে প্রথম বার এই কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। সেই ধাঁচেই এ বারও দলের নেতাদের নিচু তলার কর্মীদের বাড়িতে গিয়ে রাত্রিবাস করতে হবে। তাঁদের বাড়িতেই খাওয়া-দাওয়া করে জনসংযোগ করতে হবে, শুনতে হবে তাঁদের কথাও। নয়া এই কর্মসূচিতে যুক্ত হতে পারে আরও কিছু নতুন বিষয়। যদিও এই কর্মসূচির প্রথম পর্যায়ের ঘোষণা আপাতত ৫ মে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *