Dilip Ghosh : বিচারকের দরকার থাকলে সেটা লিখিতভাবে জানানো উচিত : দিলীপ ঘোষ

কলকাতা, ১ মে (হি.স.): রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বিচারকের দরকার থাকলে সেটা লিখিতভাবে জানানো উচিত। দিল্লির বিজ্ঞান ভবনে মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনের দ্বিতীয় ভাগে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের পরিকাঠামোগত সমস্যার কথা আলোচনায় উঠে আসে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার সংস্থান থাকলেও, বর্তমানে ৩৮ জন বিচারপতি রয়েছেন। ১১টি নাম প্রস্তাব করে পাঠানো হলেও, মাত্র একটি নামে অনুমোদন মিলেছে। এ প্রসঙ্গে রবিবার দিলীপ ঘোষ বলেছেন, “বিচারক দরকার হলে, সরকারকে লিখিতভাবে জানানো উচিত।”

রবিবার সকালে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষ বলেছেন, “রাজনৈতিক স্বার্থে খুন হতে পারে? কোর্টে গেলেই সেটা রাজনৈতিক স্বার্থে হয়ে যাবে। বিচারকের দরকার আছে সেটা ঠিক, তবে তা সঠিক ভাবে সরকারের কাছে লিখিতভাবে জানানো উচিত। এতদিন ঘুমাচ্ছিলেন।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে যাননি, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, ”নিশ্চয়ই অন্য কোথাও ইফতার পার্টি ছিল। তাই জন্য মুখ্যমন্ত্রী যাননি ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *