পাটিয়ালার নতুন আইজি হলেন এম সিং চিন্না, নয়া এসএসপি দীপক পারিক

পাটিয়ালা, ৩০ এপ্রিল (হি.স.): পঞ্জাবের পাটিয়ালায় শুক্রবারের হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অত্যন্ত কঠোর হলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার পঞ্জাব সরকার ট্রান্সফার করেছে পাটিয়ালা রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজি)-কে। পাশাপাশি পাটিয়ালার এসএসপি ও পুলিশ সুপারকেও ট্রান্সফার করা হয়েছে। পাটিয়ালার এসএসপি ছিলেন পুলিশ অফিসার নানক সিং ও আইজি ছিলেন রাকেশ আগরওয়াল।

পঞ্জাব সরকারের নির্দেশ মতো পাটিয়ালার নতুন আইজি করা হয়েছে মুখবিন্দর সিং চিন্নাকে। পাটিয়ালার নতুন সিনিয়র পুলিশ করা হয়েছে দীপক পারিককে ও নতুন পুলিশ সুপার করা হয়েছে ওয়াজির সিংকে। উল্লেখ্য, শুক্রবার পাটিয়ালার শ্রী কালীদেবী মাতা মন্দিরের বাইরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবসেনার সদস্যরা যখন মন্দিরের সামনে থেকে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীরই সদস্যরা পরস্পরের বিরুদ্ধে তলোয়ার নিয়ে এবং পাথর ছুড়ে হামলা করেন। সেই হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতেই কঠোর হল পঞ্জাব সরকার।