BRAKING NEWS

রাজ্যের হকি খেলোয়াড়রা বঞ্চিত, আইন ও প্রশাসনের দ্বারস্থ প্রাক্তনরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। রাজ্যে খেলাধুলার আঙিনায় এক উদ্ভূত সমস্যা চলছে। তার অন্যতম শিকার হচ্ছেন হকি খেলোয়াড়রা। এক-দুই বছর নয়, দীর্ঘ ১০ বছর ধরে, আরও বেশ কটি ইভেন্টের মতো হকি খেলোয়াড়রাও যে কোন বিভাগে, জাতীয় আসরে রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। কে দল পাঠাচ্ছে, কিভাবে দল তৈরি করা হচ্ছে, সমস্ত কিছুই চলছে ওপেন সিক্রেট-এর মতো। অনেকেই বিষয় গুলো জানেন, কিন্তু প্রতিবাদী হয়ে প্রতিরোধের জন্য কেউ এগিয়ে আসতে চাইছেন না। ক্ষোভের বহিঃপ্রকাশ দিনদিন বৃহৎ আকার ধারণ করছে। ত্রিপুরা হকি প্লেয়ার্স ওয়েলফেয়ার কমিটির সভাপতি কেশব দেববর্মা, সংস্থার সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে, সঙ্গে প্রচুর সংখ্যক বঞ্চিত প্রাক্তন ও বর্তমান হকি খেলোয়াড়দের নিয়ে আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিষোদগার করেন ও ক্ষোভ জানান। ‘হকি ইন্ডিয়া’র অনুমোদন প্রাপ্ত এবং ১৮৬০ সোসাইটি অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রিকৃত সংস্থা ‘ত্রিপুরা হকি’ যেভাবে রাজ্যের হকি খেলোয়াড়দের বঞ্চিত করে চলেছে, তা অনতিবিলম্বে থামানো দরকার। এ বিষয়ে ওয়েলফেয়ার কমিটি অচিরেই উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার মনস্থির করেছেন বলে জানিয়েছেন। ত্রিপুরা হকির সাধারণ সম্পাদক রূপক দেব রায়ের নাম করে তারা আরও বলেছেন, এই দুরভিসন্ধি দূর করে রাজ্যে খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য তাঁরা রাজ্য সরকার এবং উপযুক্ত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *