আগরতলা, ৩০ এপ্রিল(হি. স.): চাকুরী হারিয়ে রাস্তায় নেমে আন্দোলন করার দায়ে মামলা জড়িয়েছেন বেশ কয়েকজন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা। তাতে, তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। ওই মামলায় আদালতে হাজিরা দিতে এসে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন চাকুরিচ্যুত শিক্ষক কমল দেব। তাঁর হুশিয়ারি, ত্রিপুরায় কি ঘটছে মানুষ সবই জানেন। সময়মতো মানুষই জবাব দেবেন।
আদালতের দায়ে চাকুরী বাতিল হয়েছে ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকার। চাকুরী ফিরে পাবার দাবিতে রাজপথে দাঁড়িয়ে আন্দোলনের জেরে একাধিক ধারায় মামলায় জড়িয়েছেন তাঁরা। ওই মামলায়
শনিবার আদালতে যান কমল দেব সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। আদালত চত্বরে দাঁড়িয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।
কমল বাবু বলেন, প্রায় ১০ বছর ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে নিজেদের জীবন নিয়োজিত করেছিলেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। আজ যখন অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে তখন বিভিন্ন ধারায় মামলা নিয়ে তাঁদেরকে উল্টো হেনস্তা করছে ত্রিপুরা সরকার।
তিনি আক্ষেপ করে বলেন, চাকরি হারিয়ে বেশ কয়েকজন শিক্ষক ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। প্রচুর শিক্ষকের জীবন বিপন্ন হয়ে পড়েছে। চাকরি ফিরে পাবার দাবিতে সরকারের দরজায় দরজায় ঘুরেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন শিক্ষক-শিক্ষিকারা। অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনেও তাঁদেরকে গ্রেফতার হতে হয়েছে বহুবার।
তাঁর তীব্র কটাক্ষ, ত্রিপুরায় কি ঘটছে মানুষ সবই জানেন। সঠিক সময়ে মানুষই তার জবাব দেবেন। তিনি বলেন, এই অরাজকতা মেনে নেওয়া হবে না। সরকারকে তাদের চাকরি ফিরিয়ে দিতেই হবে।