চণ্ডীগড়, ৩০ এপ্রিল (হি.স.) : পঞ্জাবের পাটিয়ালায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার হিন্দু সংগঠন ও খালিস্তান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতির অবনতি হলে প্রশাসন এখানে কারফিউ জারি করে। শনিবার বিকেলে প্রশাসন কারফিউ তুলে নিলেও নগরীতে মানুষের চলাচল নামমাত্র। এদিকে শিবসেনা নেতা হরিশ সিংলাকে আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেয় পুলিশ।
আজ পাটিয়ালায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানও খোলা রয়েছে। তা সত্ত্বেও প্রশাসন পূর্ণ সতর্কতা অবলম্বন করছে। শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এদিন অমাবস্যা হলেও আজ কালী মাতার মন্দিরে ভক্তের সংখ্যা খুবই কম। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করেছে সরকার। পঞ্জাব পুলিশের দলগুলি আজ পাটিয়ালায় দিনভর ফ্ল্যাগ মার্চ করেছে।